ই-সোসাইটি

ই-সোসাইটি একটি সচেতনতা ও শিক্ষামূলক ওয়েবভিত্তিক প্লাটফর্ম। এই প্লাটফর্মের উদ্দেশ্য হচ্ছে- বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক ইস্যূ বৃহত্তর জনগোষ্ঠীর সামনে কার্যকরভাবে উপস্থাপন করা, মানুষের চিন্তন দক্ষতা বৃদ্ধি করা এবং স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করা, যার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর ইতিবাচক আচরণগত পরিবর্তনে সহায়তা করা। ই-সোসাইটির কাজের ক্ষেত্রসমূহ হচ্ছে ই-লানিং, ই-মেন্টরিং এবং ই-এ্যাডভোকেসি।

বাংলাদেশে ই-লানিং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ই-সোসাইটিতে বিভিন্ন ইস্যুভিত্তিক ই-পাঠ্যক্রম পাওয়া যাবে। ই-পাঠ্যক্রমটিতে অংশগ্রহণকারীদের মতামত ও বিষয়বস্তুর বিশ্নেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইস্যুতে অংশগ্রহণকারীদের মতামত কাঙ্খিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে যেমন ভূমিকা রাখবে তেমনি যু্ক্তিযুক্ত আলোচনা চিন্তাগত-ভ্রান্তি (cognitive bias) দূরীকরণে সহায়ক হবে।

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল গুণীব্যক্তিদের সাথে নতুন প্রজন্মের সংযোগ স্থাপন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ, মূল্যবোধ চর্চা, নৈতিকতা শিক্ষা, আচরণগত পরিবর্তন ও সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য ই-মেন্টরিং সহায়তা করবে।

বিভিন্ন ইস্যূ ভিত্তিক আলোচনা, তথ্য-উপাত্ত, সেবা প্রাপ্তি অথবা প্রাপ্য সেবা থেকে বঞ্চিত ইত্যাদি বিষয়ে আইন প্রণেতা, নীতিমালা প্রণয়নকারী সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সংযোগ স্থাপন এবং সিদ্ধান্তগ্রহণে প্রত্যাশিত ক্ষেত্রে ইতিবাচক প্রভাবিত করার জন্য ই-এডভোকেসি কাজ করবে।